আখাউড়া দেবগ্রামে বিট পুলিশিং সভায় তথ্য দিন সেবা নিন- ওসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা

 আখাউড়া  দেবগ্রামে বিট পুলিশিং সভায় তথ্য দিন সেবা নিন- ওসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা

নিউজ রআপডেট ডেস্ক: ১৪জুলাই২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীকে নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টা দেবগ্রাম আমতলী দোতলা মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

দেবগ্রাম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্টান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা। বিশেষ অতিথি আখাউড়া থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম, আখড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা ইকবাল আহাম্মদ খান, আখাউড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান আইয়ুব, দৈনিক মানবজমিন এর সাংবাদিক সজল আহমদ খান, 


দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার বাদল আহমদ খান,  দেবগ্রাম ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাদির মোল্লা, সাধারণ সম্পাদক দেওয়ান জালাল উদ্দিন, আখাউরা বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি সাখাওয়াত হোসেন খান স্বাধীন, অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য আজমল হোসেন খান কিশোর, ছবির আহাম্মদ খান, শাহিন মোল্লা সহ মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজ, মাদ্রাসার ছাত্র সহ প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক। 

বক্তারা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে থানা পুলিশকে অনুরোধ করেন। 


    আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা মিটিং এ উপস্থিত জনতাকে বলেন- পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের কাছে এসে গেছে। আপনারা এলাকার লোকজন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। আপনারা শান্তিতে ঘুমানোর জন্য পুলিশ আছে আপনাদের পাশে। তথ্য দিন সেবা নিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs