কসবায় শীর্ষ মাদক ব্যবসায়ী ০৭টি মাদক মামলার আসামী জসীম ১৪ কেজি গাজা সহ গ্রেফতার

 কসবায়  শীর্ষ মাদক ব্যবসায়ী ০৭টি মাদক মামলার আসামী জসীম ১৪ কেজি গাজা সহ গ্রেফতার

নিউজ আপডেট ডেস্ক:১৬ জুলাই ২০২৪


 কসবা কুটি চৌমুহনী থেকে  শীর্ষ মাদক ব্যবসায়ী ০৭টি মাদক মামলার আসামী জসীম ১৪ কেজি গাজা সহ গ্রেফতার।

কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ এর নেতৃত্বে এসআই দিপক চন্দ্র নাথ, এএসআই জামাল উল্লাহ, এএসআই মাসুম রানা, সঙ্গীয়,সংগীয় কং/৯৪২ ইফরান সরকার, কং/১১৫৯ আবু ইউসুফ, কং/১০৬৮ সুব্রত সহ কসবা থানা এলাকায় মাদক উদ্ধার গ্রেফতারি পরোয়ানা তামিল করা কালে কুটি ইউপিস্থ কুটি চৌমুহনীস্থ কাজি পরিবহন বাস সার্ভিসের কাউন্টারের  সামনে পাকা রাস্তার উপর টি বস্তায় ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা পাইয়া  ১৫ জুলাই দিবাগত  রাত ২৩.৩৫ ঘটিকার সময় উল্লেখিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ করেন।


ধৃত আসামী হলেন  মোঃ জসিম (৪৭), পিতা-মৃত শিরু মিয়া,  সাং-কালতা (দিঘিরপাড়), ওয়ার্ডনং-,ইউপি-কায়েমপুর, থানা- কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং পলাতক আসামী  মোঃ সোহাগ সরকার (৩৮), পিতা-মৃত সুলতান সরকার, সাং-কামালপুর (সিঙ্গাপুর মার্কেটের পাশে),


   মোঃ সোহেল মিয়া (৩২), পিতা-মৃত খোরশেদ মিয়া, সাং-দিঘিরপাড়,  মোঃ নজু মিয়া (২৩), পিতা-মৃত তারা মিয়া, সাং-কালতা দিঘিরপাড়, সর্ব ইউপি-কায়েমপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।কসবা থানা অফিসার ইনচার্জ মো: রাজু আহাম্মদ জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে কসবা থানায়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs