কোটা আন্দোলনকারীদের প্রতিবাদে কসবায় ছাত্রলীগের প্রতিবাদ সভা-শান্তির কসবাকে অশান্ত করা দেওয়া হবে না ছাত্রলীগ

 কোটা আন্দোলনকারীদের  প্রতিবাদে কসবায় ছাত্রলীগের প্রতিবাদ সভা-শান্তির কসবাকে অশান্ত করা দেওয়া হবে না  ছাত্রলীগ

নিউজ আপডেট ডেস্ক:১৮জুলাই ২০২৪

 কোটা আন্দোলনকারীদের  প্রতিবাদে কসবায় ছাত্রলীগের প্রতিবাদ সভা-শান্তির কসবাকে অশান্ত করা দেওয়া হবে না  কসবা উপজেলা ছাত্রলীগ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রলীগের উদ্যোগে  কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে  প্রতিবাদ সভা কসবা উপজেলা ছাত্রলীগ। এতে আন্দোলনকারীরা সংক্ষিপ্ত ভাবে তাদের কর্মসূচী পালন করে।  আজ বুধবার দুপুরে কসবা তফাজ্জল আলী কলেজ প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  ঘটে।

 বক্তারা বলেন আন্দোলনে জামাত-বিএনপির সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে কোনো বিশৃঙ্খলা হলে দায় দায়িত্ব আন্দোলনকারীদের নেয়ার কথা জানায়। প্রতিবাদ সভার প্রধান অতিথি সাবেক ছাত্রলীগের সবাপতি কসবা পৌরসভার সাবেক মেয়র এমারান উদ্দিন জুয়েল  জানান, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ দেশের কোথাও বাধা দেয়নি। জামাত-বিএনপি এই আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিশৃঙ্খলা করতে চাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তাদের কোনো আপত্তি নেই। তবে জনগনের জানমাল রক্ষায় যেকোন ধরেণের অপতৎপরতাকে ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দিবে।


বিশেষ অতিথি কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মনির হোসেন বলেন কসবা আইনমন্ত্রীর এলাকা। শান্তির কসবাকে অশান্তি করতে দেওয়া হবে না।তাই কোটা আন্দোলনে কোনোর ইস্যু নেই অনুরোধ ছাত্র ছাত্রীরা বিদ্যাপিঠে মনোবেশি হবেন। কসবা উপজেলা ছাত্রলীগের শিক্ষাবিষয়ক নেদা শাফায়েত আলম হ্নদয়ের পরিচালনায় কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানতের সবাপতিত্বে অনুষ্ঠাপনে কসবা পৌল কাউন্সিলর রংঙু ও  আলাল হোসেন, পৌর কাউন্সিলর ছাইদুর রহমান সজিব ভুইয়া,পৌর কাউন্সিলর ফোরকান মিয়া,কসবা পশ্চিম ইউপি আওয়ামী লীগের সাপবেক সভাপতি মনির হোসেনসহ ছাত্রলীগ,যুবলীগ সহযোপগিগি প্রমুখ নেতারা প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।

কসবা সুপুার মার্কেট থেকে প্রতিবিাদ সভাটি তফাজ্জল হোসেন কলেজের ফুটেকে গিয়ে মিলত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ছাত্রলীগের উদ্যোগে  কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে  প্রতিবাদ সভা কসবা উপজেলা ছাত্রলীগ। এতে আন্দোলনকারীরা সংক্ষিপ্ত ভাবে তাদের কর্মসূচী পালন করে।  আজ বুধবার দুপুরে কসবা তফাজ্জল আলী কলেজ প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  ঘটে।


 বক্তারা বলেন এ আন্দোলনে জামাত-বিএনপির সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে কোনো বিশৃঙ্খলা হলে দায় দায়িত্ব আন্দোলনকারীদের নেয়ার কথা জানায়। প্রতিবাদ সভার প্রধান অতিথি সাবেক ছাত্রলীগের সবাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র এমারান উদ্দিন জুয়েল  জানান, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ দেশের কোথাও বাধা দেয়নি। জামাত-বিএনপি এই আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিশৃঙ্খলা করতে চাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তাদের কোনো আপত্তি নেই। তবে জনগনের জানমাল রক্ষায় যেকোন ধরেণের অপতৎপরতাকে ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দিবে।


 বিশেষ অতিথি কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মনির হোসেন বলেন কসবা আইনমন্ত্রীর এলাকা। শান্তির কসবাকে অশান্তি করতে দেওয়া হবে না।তাই কোটা আন্দোলনে কোনোর ইস্যু নেই অনুরোধ ছাত্র ছাত্রীরা বিদ্যাপিঠে মনোবেশি হবেন। কসবা উপজেলা ছাত্রলীগের শিক্ষাবিষয়ক নেদা শাফায়েত আলম হ্নদয়ের পরিচালনায় কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানতের সবাপতিত্বে অনুষ্ঠাপনে কসবা পৌল কাউন্সিলর আলাল হোসেন, পৌর কাউন্সিলর ছাইদুর রহমান সজিব ভুইয়া,পৌর কাউন্সিলর ফোরকান মিয়া,কসবা পশ্চিম ইউপি আওয়ামী লীগের সাপবেক সভাপতি মনির হোসেনসহ ছাত্রলীগ,যুবলীগ ও সহযোপগিগি প্রমুখ নেতারা প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।

কসবা সুপুার মার্কেট থেকে প্রতিবিাদ সভাটি তফাজ্জল হোসেন কলেজের ফুটেকে গিয়ে মিলত হয়।

 

তানভীর আলম ঢালী/ফাপরজানা রোবা

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs