কসবা থানা পুলিশ ৫০ লিটার চোলাই মদ ও ২০কেজি গাঁজাসহ তিন আসামীকে গ্রেফতার

 কসবা থানা পুলিশ ৫০ লিটার চোলাই মদ    ২০কেজি গাঁজাসহ তিন আসামীকে গ্রেফতার

নিউজ ডেস্ক:

   কসবা থানাধীন খাড়েরা ইউপিস্থ বুগীর সাকিনস্থ বুগীর রাস্তার মাথায় বুগীর ব্রীজের উপর থেকে ৫০ লিটার চোলাই মদ অপর দিকে শিমরাইল থেকে  ২০কেজি গাঁজা একজন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।


গত ০৩/০৬/২৪খ্রি. এসআই/মোঃ কামাল হোসেন সংগীয় এএসআই/ আনিছুর রহমান ফোর্স সহ অত্র থানাধীন দিবাকালীন মোবাইল-৭, ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে,  দুইজন মাদক ব্যবসায়ী ০১টি পুরাতন অটো যোগে ৫০ লিটার চোলাইমদসহ অত্র থানাধীন খাড়েরা ইউপিস্থ বুগীর সাকিনস্থ বুগীর রাস্তার মাথায় বুগীর ব্রীজের উপর দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করিয়া সৈয়দাবাদ হইতে কুটি চৌমুহনীর দিকে যাইতেছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া মামলার বাদী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল হইতে আসামী মোঃ পাবেল মিয়া(২৪), পিতা-মোর্শেদ মিয়া,  মোঃ বাবুল মিয়া(৪০), পিতা-আব্দুল মান্নান, গ্রাম- মাইজখার (মধ্যপাড়া),উভয় থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে আটক পূবক অটো গাড়ীটি তল্লাশী করিয়া প্লাস্টিকের ব্যাগের ভিতর রক্ষিত সবমোট ৫০ লিটার চোলাই মদ উদ্ধারসহ  তালিকা মূলে জব্দ করেন।

 ধৃত আসামীদ্বয়ের নামঃ. মোঃ পাবেল মিয়া(২৪), পিতা-মোর্শেদ মিয়া,  মোঃ বাবুল মিয়া(৪০), পিতা-আব্দুল মান্নান,  উভয় গ্রাম- মাইজখার (মধ্যপাড়া), থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। অপর দিকে পৃথক অভিযানে  কসবা থানাধীন ২নং মেহারী ইউপিস্থ শিমরাইল উত্তরপাড়া সাকিনে বল্লবপুর শিমরাইল ব্রীজের পশ্চিম পাশে বড়ই গাছের নিচে পাকা৷ রাস্তার উপর থেকে  ২০ কেজি গাঁজা উদ্ধার

গত ০২/০৬/২৪খ্রি. এসআই/মোঃ কামাল হোসেন সংগীয় এএসআই/ আনিছুর রহমান ফোর্স সহ মাদক উদ্ধার   বিশেষ অভিযান ডিউটি করাকালীণ গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী কসবা থানাধীন ২নং মেহারী ইপিস্থ শিমরাইল উত্তরপাড়া সাকিনে বল্লবপুর শিমরাইল ব্রীজের পশ্চিম পাশে বড়ই গাচের নিচে পাকা রাস্তার উপর দিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে মাদক দ্রব্য গাজা নিয়ে যাইতেছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া মামলার বাদী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল হইতে আসামী মো: হানিফ প্র: রিয়েল (২৮), পিং- লোকমান মিয়া, সাং- আকসিনা, কোল্লাবাড়ী, থানা- কসবা, জেলাব্রাহ্মণবাড়িয়াকে আটক পূবক সিএনজি তল্লাশি করিয়া সিএনজিতে থাকা খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধারসহ  জব্দ তালিকা মূলে জব্দ করেন।

   গ্রেফতারকৃত আসামি মো: হানিফ প্র: রিয়েল (২৮), পিং- লোকমান মিয়া, সাং- আকসিনা, কোল্লাবাড়ী, থানা- কসবা,  পলাতক ০৩ জন।মামলার বাদী:- এস আই (নিঃ)/ মোঃ কামাল হোসেন। তাদের বিরুদ্ধে কসবা থানায় পৃথক পৃথক মামলা হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মো: রাজু আহাম্মদ নিউজ কসবাকে জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs