উগান্ডার সামনে আফগানিস্তানের রানের পাহাড়

 

উগান্ডার সামনে আফগানিস্তানের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক

জুন ২০২৪, ০৮:১৫


ব্যাট করতে নেমে ১৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও আফগানিস্তান হয়ত ভুগছে অনুশোচনায়। বিপরীতে এমন বিশাল টার্গেট দেখেও খানিকটা হয়ত স্বস্তি পাবে উগান্ডা। বিশ্বক্রিকেটের বড় মঞ্চে প্রথমবার এসেছিল আফ্রিকান দলটি। তাদের সামনে টি-টোয়েন্টির অন্যতম ডার্কহর্স আফগানিস্তান। ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে মাত্রই আইপিএল জিতে আসা রহমানউল্লাহ গুরবাজ উগান্ডার বিপক্ষে দাঁড় করালেন দেড়শ পার করা ওপেনিং জুটি।

একটা পর্যায়ে ধারণা করা হয়েছিল, এই ম্যাচেই হয়ত বিশ্বকাপে প্রথম দুইশ পেরুনো ইনিংস দেখবে ক্রিকেট দুনিয়া। তবে কিছুটা হতাশ হতেই হলো আফগানিস্তানের শেষ দিকের ব্যাটিংয়ে। আর উগান্ডা ডেথ ওভারে উপহার দিল পিকচার পারফেক্ট বোলিং। শেষ ওভারে তারা দিয়েছে মোটে ২৫ রান। ১৪ ওভারে উইকেট হারিয়ে ১৫৪ রান তোলা আফগানিস্থান ২০ ওভারে করল উইকেটে ১৮৩। বিস্তারিত আসছে

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs