ব্রাহ্মণবাড়িয়ার মাংস কাটতে গিয়ে ৭২ জন আহত

 ব্রাহ্মণবাড়িয়ার মাংস কাটতে গিয়ে ৭২ জন আহত

নিউজ ডেস্ক ,জুন ২০২৪


সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক পৃথক স্থানে কোরবানির ঈদের পশু জবাই করাসহ পশুর মাংস কাটতে গিয়ে প্রায় ৭২ জন আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ এই তথ্য জানা গেছে।


আহতরা হলেন- নাসির (২৮), আবুল হাসেম (৫৮), ইমায়েদ (২৭), শহীদ হোসেন (৩৮), রানু (৪২), আয়শা (৪৫), মিশু (৩০), রিপন (৩৭), সোহরাব (৪০), নাজির মিয়া (৪২), মামুন (২৭), হৃদয় (২৫), সাদেক মিয়া (৫৫), সেলিম (৪৫), মেহেদী (২৬), মিজান (৪৫), . কাদের (৪০), সাব্বির (২৫), আল-আমিন (৩০) প্রমুখ। তারা সবাই জেলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


 

হাসপাতাল সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য কোরবানির পশু জবাই করা হয়েছে। এসব পশু জবাই পশুর মাংস কাটতে গিয়ে মৌসুমি কিছু কসাই পরিবারের সদস্যদের হাতে, পায়ে ধারালো ছুরি আঘাতে আহত হয়। আহত প্রত্যেককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে


আহতদের মধ্যে মামুন বলেন, আমার হাতের আঙুলে মাংস কাটতে গিয়ে ধারালো ছুড়ির আঘাত লাগে। পরে পরিবারের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আঙুলে দুটি সেলাই দেওয়া হয়েছে।

 তেমনিভাবে শহরের কাজীপাড়ার কসাই মেরাজ জানান, সকালে কোরবানি দেওয়ার পর গ্যাস ফিল্ড এলাকায় গরুর মাংস কাটার সময় অসাবধানতাবশত তার এক কর্মী সাদ্দামের হাতে ছুড়ি লেগে অনেকাংশ কেটে রক্ত বের হতে থাকে। পরে সদর হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রক্ত বন্ধ হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অর্ণিবান মোদক জানান, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিকের উপর রোগী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। কোরবানির মাংস কাটতে গিয়ে তারা আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs