আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিয়ার সহ ৯ আসামীকে গ্রেফতার

 আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে   বিয়ার সহ ৯  আসামীকে গ্রেফতার

নিউজ আপডেট ডেস্ক:১২জুলাই ২০২৪

আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত জন এবং মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ১২(বার) বোতল Signature নামক মদ এবং ১২(বার) বোতল KINGFISHER বিয়ার সহ ০১ জন সহ সর্বমোট ০৯ জন আসামীকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়।


আখাউড়া থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মহিউদ্দিন, (পিপিএম-সেবা)এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।


       অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ এরশাদ মিয়া, এসআই(নিরস্ত্র) মোঃ মশিউর রহমান খান, এস.আই(নিরস্ত্র) আবির আহমেদ, .এস.আই(নিরস্ত্র) উৎপল দেওয়ানও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং- ১২ জুলাই  রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া দক্ষিণ ইউপিস্থ, আব্দুল্লাহপুর সাকিনে আসামী মোঃ ইকবাল হোসেন এর বসত ঘরের সামনের উঠানের পশ্চিম পাশে টিউবওয়েলের পাশে হইতে মাদকদ্রব্য ১২(বার) বোতল Signature নামক মদ এবং ১২(বার) বোতল KINGFISHER বিয়ার সহ আসামী মোঃ ইকবাল হোসেন(৩৫), পিতা-মৃত আলী আহাম্মদ, মাতা-হাসেনা বেগম, সাং-আব্দুল্লাহপুর(পূর্বপাড়া, সৈয়দ আলী মেম্বারের বাড়ি), ইউপি-আখাউড়া দক্ষিণ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। অপর দিকে     গোপন সংবাদের ভিত্তিতে ইং- ১১ জুলাই  রাত্রীবেলা থানা এলাকায় অভিযান পরিচালনাকালে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর-২৬/২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী  


মো: লিয়াকত আলী (৪০), পিতা-মৃত সামাদ মিয়া প্রকাশ সেমেদ, স্থায়ী: গ্রাম-কান্দিপাড়া (ফাতেহা মসজিদ সংলগ্ন), থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান: গ্রাম- নুরপুর (মধ্যপাড়া, বাছির মিয়ার বাড়ি), থানা- আখাউড়া, জেলা -ব্রাহ্মণবাড়িয়া এবং জিআর-৩২/১৭ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী  মোঃ আল আমীন, পিতা-মৃত ছায়েদ মিয়া, স্থায়ী : গ্রাম-নুরপুর (মধ্যপাড়া), থানা-আখাউড়া, জেলাব্রাহ্মণবাড়িয়া, সেসন মামলা নং-১০৪৬/১৬, নরসিংদী থানার মামলা নং-১২()১৬ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী  কাজল খাঁন, পিতা-মৃত এলেম খান, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-১২০/১৮, দায়রা মামলা নং-৬৬৩/১৮ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী  মোঃ মামুন হোসেন, পিতা-আমির হোসেন, সাং-আজমপুর(পূর্বপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৩৭১/১৮ এর গ্রেফতারী 


পরোয়ানাভুক্ত
আসামী  মোঃ ঝুটন, পিতা-মৃত আঃ রশিদ, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী থানার মামলা নং-১৯()১৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী  সেলিম ভূঁঞা, পিতা-মৃত হেকিম ভূঁঞা, সাং-আমোদাবাদ ভূঞাহাটি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-১৩০/২১, দায়রা-১০৯৪/২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী  শামীম প্রকাশ পিচ্চি শামীম, পিতা-হাবন প্রকাশ আবন, সাং-টানপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-১০৬৭/১৮, দায়রা মামলা নং-১১১/২০১৩ এর গ্রেফতারী 

পরোয়ানাভুক্ত আসামী  হেনা আক্তার, স্বামী-রনি খন্দকার, পিতা-মৃত কালা মিয়া, মাতা-নাজমা বেগম, সাং-আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs