চলতি মাসের এলপি গ্যাসের মূল্য ঘোষণা বিকেলে
নিউজ আপডেট ডেস্ক: ২ জুলাই ২০২৪
ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণের ঘোষণা হবে মঙ্গলবার (২ জুলাই) বিকেলে।
বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানি করা পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে।
এর আগে গত জুন মাসে ভোক্তা পর্যায়ে কমানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে অটোগ্যাসের দামও কমায় বিইআরসি। জুন মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬২ টাকা ৬৩ পয়সা।
একটি মন্তব্য পোস্ট করুন