৫ জুলাই ২০২৪ : ছুটির দিনেও কি এমন বৃষ্টি থাকবে?

  জুলাই ২০২৪ : ছুটির দিনেও কি এমন বৃষ্টি থাকবে?

নিউজ আপডেট ডেস্ক: ৫ জুলাই ২০২৪


সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার) দেশের বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তিন বিভাগে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে।



শুক্রবার ( জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব সম্ভাবনার কথা জানিয়েছে অধিদপ্তর।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।


ছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।


মূলত মৌসুমি বায়ু এখন সক্রিয়। শুধু বাংলাদেশ নয়, ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে এর বিস্তৃতি রয়েছে। আর এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে জুনের শেষ থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি এখনো চলছে। এরই মধ্যে গত কয়েকদিন হলো দেশের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।


 আগামীকাল শনিবার থেকে বৃষ্টি কমে আসার আভাস মিলেছে।

 আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আজও গতকালের মতো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কিছু বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs