এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়েছে পানি, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

 বাঘাইছড়ি

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়েছে পানি, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

নিউজ আপডেট ডেস্ক : ৩জুলাই ২০২৪


  ন্যার পানিতে তলিয়ে গেছে কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ এইচএসসি পরীক্ষা কেন্দ্র কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে এই কলেজে ৪৬৮ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেওয়া ভোগান্তিতে পরিণত হয়েছে।


 শুধু এইচএসসি নয়, বুধবার থেকে কলেজে শুরু হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদেরও পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।



কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, আমরা খুবই চিন্তিত। বন্যার কারণে ৪৬৮ শিক্ষার্থীর পরীক্ষা কীভাবে নেবো বুঝতে পারছি না। বন্যার বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা এখনো আসেনি। এছাড়া ডিগ্রি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ১৭৪ জনের।



তিনি আরও বলেন, বৃহস্পতিবার এইচএসসির গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজি পরীক্ষা। অভিভাবক শিক্ষার্থীরা উৎকণ্ঠায় রয়েছেন। এই পানি মাড়িয়ে কীভাবে কেন্দ্রে আসবেন তারা।


 

এইচএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, পানিবন্দি অবস্থায় আছি। পড়াশোনা করার জন্য ঘরে কোনো পরিবেশ নেই। পরীক্ষা কেন্দ্রেও পানি। কীভাবে পরীক্ষা দিতে যাবো।


এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs