আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল স্কাফ সিরাপ জব্দ

 আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল স্কাফ সিরাপ জব্দ

নিউজ আপডেট ডেস্ক:২৮হুলাই ২০২৪


আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৬০(ষাট) বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহিউদ্দিন, (পিপিএম-সেবা)এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।


    অভিযানকালে এস.আই(নিরস্ত্র) নির্মলেন্দু চাকমা সঙ্গীয় .এস.আই(নিরস্ত্র) মোঃ আল আমীন সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং- ২৭/০৭/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা সাকিনে রোড নং-০১ এর পলাতক আসামী জমির হোসেন প্রকাশ কালু এর একতলা বিশিষ্ট বিল্ডিং বসত ঘরের সিঁড়ির নিচের লাকড়ির ঘরের ভিতরে হইতে পলাতক আসামী


  জমির হোসেন প্রকাশ কালু(৩৫), পিতা-মৃত জমশেদ ভূইয়া, মাতা-আহেদা বেগম, সাং-ছোট কুড়িপাইকা, ১নং রোড, ইউপি-আখাউড়া দক্ষিণ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য ৬০(ষাট) বোতল স্কাফ সিরাপ ফেলে পালিয়ে যায়। উক্ত মাদকদ্রব্য জব্দপূর্বক পলাতক আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওেমা:মহিউদ্দিন পিপিএম কসবা থানা টিভিকে জানান। ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs