কসবায় ৪০ কেজি গাঁজার সিএনজি চালিত অটোরিক্সাসহ একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন আটক

 কসবায় ৪০ জি গাঁজার সিএনজি চালিত অটোরিক্সাসহ একশত পঞ্চাশ পিস  ইয়াবা ট্যাবলেটসহ ২জন  আটক

নিউজ আপডেট ডেস্ক:১২ জুলাই ২০২৪


কসবা থানাধীন কসবা পৌরসভাস্থ কসবা টু চৌমুহুনী রাস্তার উপর শাহাপুর পশ্চিম পাড়া সরকার বাড়ি কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর  থেকে ৪০ কেজি গাঁজা সহ  নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা আটক ।

 কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ মহোদয় এর নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এএসআই মোঃ আনিসুর রহমান, এএসআই মাসুম রানা, এএসআই/ মাসুদ সরকার সঙ্গীয়,সংগীয় কং/৬২০ রেজাউল করিম সহ কসবা থানা এলাকায় মাদক উদ্ধার গ্রেফতারি পরোয়ানা তামিলর ডিউটি করা কালে -কসবা থানাধীন কসবা পৌরসভাস্থ কসবা টু চৌমুহুনী রাস্তার শাহাপুর পশ্চিম পাড়া সরকার বাড়ি কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর একটি ON-TEST নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সার ভিতরে টি বস্তায় ৪০ (চল্লিশ) কেজি গাঁজা পাইয়া ১২ জুলাই  সকাল ০৮.২০ ঘটিকার সময় উল্লেখিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।


 পলাতক আসামী  মোঃ মাসুক মিয়া (৩০), পিতা-মৃত হারুন মিয়া, সাং-শাহাপুর উত্তর পাড়া, ওয়াড নং-, কসবা পৌরসভা,  মোঃ ছোটন @ রাজু (৩০),পিতা-মকবুল হোসেন, সাং-কামালপুর পূর্ব পাড়া , মোঃ জসিম (৫০), পিতা-মৃত শিরু মিয়া, সাং-কালতা,  উভয় ইউপি-কায়েমপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।


অপর দিকে কসবা থানাধীন ০৮ নং  কুটি ইউপিস্থ  কুটি চৌমুহনী  দেলোয়ার এর দোকানের ভিতরে একশত পঞ্চাশ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক দুই জন।  

কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এসআই/নিরস্ত্র এস আই মো: ইউনুছ মিয়া এবং সঙ্গীয় এসআই মো: হাছান উদ্দিন সঙ্গীয় কং/৪৮৬ মো: আশ্রাফ খান  সহ ১১জুলাই  বিকাল  ১৫:০০ ঘটিকার সময় কসবা থানাধীন ০৮ নং  কুটি ইউপিস্থ  কুটি চৌমুহনী    ধৃত আসামী দেলোয়ার (৩৬) এর দোকানের ভিতরে দেলোয়ার এর দেখানো মতে  এবং অপর আসামী ফয়সাল মিয়া (২৫)  হেফাজত হইতে মোট:  ১৫০ (একশত পঞ্চাশ) পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।


আটককৃত আসামীরা হলেন  মো: দেলোয়ার(৩৬) পিতা-দারুল ইসলাম, মাতা- আফিয়া খাতুন,সাং-বুগির ০৬নং ওয়ার্ড ০৪নং খাড়রা ইউপি, থানা-কসবা,জেলা-ব্রাহ্মনবাড়িয়া () ফয়সাল মিয়া (২৫) পিতা-ফারুক মিয়া,মাতা-পারভিন আক্তার,সাং-লুতুয়ামোড়া,গোপিনাথপুর ইউপি, থানা-কসবা,জেলা-ব্রাহ্মনবাড়িয়া। পৃথক পৃথক অভিযানে আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় রমামলা হয়েছে বলে কসবা থানার াফিসার ইনচার্জ মো: রাজু আহাম্মদ নিউজ আপডেটকে জানান।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs