ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধন

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধন


নিউজ ডেস্ক’
৯.৬.২০২৪


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের মোহন লাল মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভূমিহীন পরিবারের বিভিন্ন পেশার নারী, পুরুষ ও শিশু অংশ নেন। 

মানববন্ধনে শ্রী শ্রী মোহন লাল আখড়া মন্দিরে সভাপতি বেনী মাধব রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট জেলার সভাপতি জয় শংকর চক্রবর্তী, সরাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেব দাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা পরশ ঘোষ, ক্ষীরুদ চন্দ্র ঘোষ, জনি আচার্য, শুভা সূত্রধর, সোনতী সূত্রধর প্রমুখ।

 
এ সময় বক্তারা, ভূমিহীন ও গৃহহীন এই ৪২ পরিবারকে মাথা গোঁজার ঠাই করে দিতে আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা করে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs