আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন রিশাদ

 আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন রিশাদ

নিউজ আপডেট স্পোর্টস ডেস্ক: ২৫জুন ২০২৪


আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। একই সঙ্গে টাইগারদের চোখ রাখতে হবে নেট রানরেটেও। অন্যদিকে আফগানিস্তানের জন্যও মাস্ট উইন গেম। তবে তাদের জন্য কাজটা কিছুটা সহজ। কারণ যেকোনো ব্যবধানে জয় পেলেই সেমির টিকিট পাবে তারা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করছে আফগানিস্তান।


১১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ এক উইকেট না হারিয়ে ৫৯ রান।

 নতুন বলে দারুণ শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে দুই পেসার তানজিম সাকিব তাসকিন আহমেদ শুরুতে ভালো সুইং পেয়েছেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে রানের লাগাম টেনে ধরেতে পেরেছে বাংলাদেশ। তবে আফগানিস্তান কোনো উইকেট হারায়নি। দেখে-শুনে খেলার চেষ্টা করেছেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান।

ইনিংসের ৯ম ওভারে প্রথমবার আক্রমণে আসেন রিশাদ হোসেন। আর নিজেদের দ্বিতীয় ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন তিনি। ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন এই লেগ স্পিনার। ১৮ রান করে ইব্রাহিম ফেরায় ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি।



 আজ বাংলাদেশকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই সেমিতে যাবে আফগানিস্তান। সেক্ষেত্রে সুপার এইট থেকেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে।

তবে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে তিন দলের পয়েন্ট হবে সমান করে। তখন নেট রানরেটের ভিত্তিতে সেমি ফাইনালিস্ট নির্ধারিত হবে।



 যদি আফগানিস্তান ১৫০ রান করে তাহলে বাংলাদেশকে জিততে হবে ১২ ওভার বলের মধ্যে। আফগানিস্তান ১৮০ রান করলে ১৩ ওভার বলের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। কিংবা আফগানদের যদি ১২০ রানে আটকে দিতে পারে বাংলাদেশ তাহলে সেই রান তাড়া করতে হবে ১২ ওভার বলের মধ্যে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs