অর্থপাচারের কারণে বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে : ব্যারিস্টার সুমন

 অর্থপাচারের কারণে বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে : ব্যারিস্টার সুমন

নিউজ আপডেট  ডেস্ক : ২৫জুন ২০২৪


অর্থপাচারের কারণে বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে উল্লেখ করে স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) বলেছেন, অর্থপাচার এ সরকারের বড় সমস্যা। কিছুতেই এটা ঠেকানো যাচ্ছে না। দুর্নীতি করলে তো সেই টাকা অর্থনীতিতে ফিরিয়ে আনা যায়। পাচার হয়ে গেলে যেই দেশে যায় সেই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আমরা তো বঙ্গবন্ধুর খুনিদেরই আনতে পারিনি, আর পাচার করা টাকা ফেরত আনব কীভাবে?


সোমবার (২৪ জুন) সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।


 ব্যারিস্টার সুমন বলেন, সরকারের মধ্যে রাসেল ভাইপার সাপ ঢুকে গেছে। প্রকৃতিতে যখন সাপ আসে, তখন বেজি সেই সাপকে নিয়ন্ত্রণ করে। সরকারে সাপ ঢুকেছে কিন্তু সেই সাপকে ধরার মতো বেজি নেই। তাই সাপ বেড়েই চলেছে। আমাদের প্রতিষ্ঠানগুলো কতটা দুর্বল হয়ে গেছে। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারেনি, এনবিআর ধরতে পারেনি, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারেনি, সেখানে এনবিআরের মতিউর রহমানকে ধরল একটা ছাগল। ছাগলকাণ্ড না ঘটলে আর ফেসবুকে ভাইরাল না হলে এই লোকের বিষয় তো সামনেই আসত না।



তিনি বলেন, বেনজীর-কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি, উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানল না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। আর কিছুদিন সময় পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন বেনজীর সাহেব। এটার দায় মন্ত্রণালয় এড়াতে পারে না। এখন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। যদি এমন হয় যে কিছু জমানো টাকা রয়ে গেছে যেটাকে সাদা করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই সুযোগ ব্যবহার করে বেনজীর আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের আদর্শের উত্তরাধিকারদের টাকাও যদি সাদা হয়ে যায়, এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs