জামিন নামঞ্জুর
আদেশ শুনে এজলাসেই অজ্ঞান আসামি
নিউজ আপডেট বিনোদন ডেস্ক ২৭ জুন ২০২৪
দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি রাহেনা ফেরদৌস রউফ। তবে আদালত জামিন নামঞ্রজুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর জামিন নামঞ্জুরের আদেশ শুনে এজলাসেই জ্ঞান হারান রাহেনা ফেরদৌস।
বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ সাদিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দিতে তাকে (আসামি রাহেনা ফেরদৌস রউফ) ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
আসামি রাহেনা
ফেরদৌস রউফ রাজউকের সহকারী অথরাইজড অফিসার আব্দুর রউফ সরকারের স্ত্রী।
একটি মন্তব্য পোস্ট করুন