কসবা থানা পুলিশ ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
নিউজ ডেস্ক ,১৩ জুন ২০২৪
কুটি ইউনিয়নের কুটি চৌমুহনীস্থ কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের পশ্চিম পার্শ্বে
একটি হোটেলের সামনে ফাঁকা জায়গায় থেকে গতকাল চারশত ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয় এর নির্দেশে কসবা থানার অফিসার ইনচার্জ মহোদয় এর নেতৃত্বে এস আই দিপক চন্দ্র নাথ সঙ্গীয় এএস আই আনিসুর রহমান, কং আবুল হাসানাত, কং রেজাউল করিম সহ কসবা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি পরিচালনা করেন।
এই সময় কসবা থানাধীন ০৮নং কুটি ইউনিয়নের কুটি চৌমুহনীস্থ কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া মহা সড়কের পশ্চিম পার্শ্বে জনৈক রহিম মিয়ার হোটেলের সামনে ফাঁকা জায়গায় ১জন আসামীর নিকট ৪০০(চারশত) পিচ ইয়াবা পাইয়া ১২/০৬/২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৩৫ ঘটিকার সময় স্বাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
ধৃত আসামী হলেন মোসাঃ সুখিয়া (৫৬), স্বামী-মৃত আবুল হোসেন, সাং-মেটংঘর(আমির হোসেনের বাড়ি), ০১নং ওয়ার্ড, ০২নং আকবপুর ইউনিয়ন, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা। কসবা থানা অফিসাপর ইনসচার্জ মো: রাজু আহাম্মদ কসবা টিভিকে বলেন,আসামীর বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন