কসবায় ১১শত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ।

কসবায় ১১শত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ২০জন অসহায়দেরকে সেলাই  মেশিন বিতরণ।

নিউজ আপডেট ডেস্ক:২৫ জুন ২০২৪ 


কসবা উপজেলার ১০টি ইউনিয়ন কসবা পৌরসভার ১১ শত কৃষকদের মাঝে  বীজ সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিজন কৃষককে ৫কেজি বীজ ২০ কেজি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।


কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কসবা উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান স্বপন। 


বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা সুলতানা,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ ঢালী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন সরকার,কসবা উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা রবু রনক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালয়না করেন কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম।  



সার বীজ বিতরণে ছিলেন কসবা পৌরসভা ৮৫ জন,মূলগ্ৰাম ইউনিয়ন ১০০জন,মেহারী ইউনিয়ন ৪৫জন,বাদৈর ইউনিয়ন ৮৫ জন, বিনাউটি ইউনিয়ন ১৩০জন,খাড়েরা ইউনিয়ন ৯৫জন, কায়েম পুর ইউনিয়ন ১৩০জন,ফায়েক ইউনিয়ন ১৪৫ জন,গোপীনাথপুর ইউনিয়ন ১৩০ জন,কসবা পশ্চিম ইউনিয়ন ৪৫ জনের মাঝে বিনামূল্যে প্রনোদনা হিসেবে বীজ সার বিতরণ করেন প্রধান অতিথি বিশেষ অতিথিরা।  শুভেচ্ছা বক্তব্য রাখেন কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম।


অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন বলেন এই সরকার কৃষি বান্ধব সরকার। সভারসভাপতি  উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার  এই উপকরণ  সঠিক ভাবে কৃষকরা পাচ্ছেন কি না কৃষি অফিসার দৃষ্টি দিতে হবে।

 

 


পরিশেষে
কসবা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আশ্রয়ন প্রকল্পের ২০জন নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মিশিন প্রধান অতিথি বিশেষ অতিথিরা তাদের হাতে তুলে দেন। কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন কৃষকদের মাঝে সার বীজ এবং  দু:স্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে মাসিক আইন শৃঙ্খলা সভায়  গিয়ে মিলিত হন।

তানভীর আলম  ঢালী/ফারজানা রোবা


Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs