ঈদুল আজহা ১৭ জুন

 

ঈদুল আজহা ১৭ জুন

 নিউজ ডেস্ক

ফাইল ছবি

বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, তার পরের দিন বাংলাদেশসহ এই অঞ্চলে ঈদ উৎসব উদযাপিত হয়। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।


ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেন। এই উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের শিক্ষা দেয় ইসলাম।




অন্যদিকে, বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৬ জুন (রোববার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৫ জুন হবে আরাফার দিন।

সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, তার পরের দিন বাংলাদেশসহ এই অঞ্চলে ঈদ উৎসব উদযাপিত হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs