কসবায় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলের ২ আরোহী আহত ১জনের নিহত
তানভীর আলম ঢালী:
ব্রাহ্মণবাড়িয়ার কসবার নোয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় মো. তানজিন (২৫) নামে এক মোটরসাইকেল নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার (২৮ মে) রাত আটটার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসা হয়। নিহত তানজিন নবীনগর কাইতলা এলাকার মো. জুয়েল মিয়া । পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত আটটার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন ৩ মোটরসাইকেল আরোহী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিংটি অতিক্রম করার সময় মোটর সাইকেলটি রেলগাড়ির ইঞ্জিনের সাথে সাথে ধাক্কা লাগে।
এ সময় মোটর সাইকেলে থাকা ৩ আরোহী রেল লাইনের পূর্ব পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তানজিনের। আহতরা হলেন কসবা পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে অলি মিয়া ও বিল্লাল মিয়ার ছেলে খায়রুলল নামে দুই আরোহী। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তানজিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুই আরোহী অলি মিয়া ও খায়রুলকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনা সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তানজিন এর লাশ রাত ২টায় ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তন্তার করেন। তারেদের ব্যবহারিত মোটল সাইকেল টি আজ বুধবার সকালে তানজিনের আত্বীয় শাহপুর গ্রামের রাসেল ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যায়।এলাকাবাসী জানান ট্রেন আসার কথা বার বার বলার পরও তারা গাড়ি চালিয়ে যেতে গিয়ে রেলগাড়ির ইঞ্জিনের সাথে ধাক্কায় গিয়ে ছিটকিয়ে পড়ে। তাই রেলওমন্ত্রীর কাছে আমাদের দাবী এই রেল ক্রসিং গেইটম্যান সহ সিঙেলে বাতি দেওয়ার দাবী জানান। তা হলে মানুষের রেল লাইন পারাপারে যাত্রীদের জীবন রক্ষা হবে না হয় প্রতিনিয়ত মৃত্যর লম্বা মিছিল হবে।
একটি মন্তব্য পোস্ট করুন