আজ বুধবার সকালে রেললাইনের নোয়াপাড়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে চড়নাল ,নোয়াপাড়া,আকাবপুর গ্রামের মানুষ অংশ নেন। গতকাল চট্রগ্রাম গামী আন্ত:নগর এক্সপ্রেস চট্রলা ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় গতকাল (২৮মে)একটি মোটর সাইকেল আরোহীর মধ্যে তানজিন নামে একজন ঘটনা স্থলে নিহত অপর অলি মিয়া ও খায়রুল নামে দুইজন আহত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন শাহ আলমসহ অনেকেই।বক্তারা বলেন, রেললাইন নির্মানের পর থেকেই নোয়াপাড়া এই রেলক্রসিংয়ে মোটর সাইকেল আরোহী এবং শিশুসহ অন্তত মোট ১০জন মানুষ মারা গেছেন। তারপরও এই অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি এবং রেলক্রসিংয়ের বাতি জ্বলে না। দ্রুত সেখানে গেটম্যান নিয়োগ দিতে রেলমন্ত্রীসহ কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। মানুষের জীবনের নিরাপওায় তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে পুনরায় মানববন্ধন করবে।
একটি মন্তব্য পোস্ট করুন