ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামীর হাতে স্ত্রী খুন,স্বামী আটক
তানভীর আলম ঢালী:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামী আ:রহিমের (৭৫) ছুরিঘাতে স্ত্রী সালেহা বেগম (৬০) খুন হওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় ৫০মিনিটে পিারিবারিক বিরোধের জের ধরে স্বামী আ:রহিম হাতে থাকা ছুরি দিয়ে পেটে পোচ দিয়ে ভুরি বের করে ফেলে। তার ছেলে সংবাদ পেয়ে মা নিয়ে
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, কসবা উপজেলার খাড়েরা ইউপির দেলি পূর্ব পাড়ার পিতা মৃত শরব আলীর
ছেলে আ: রহিম তার স্ত্রী সালেহা বেগম এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আ: রহিমের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীর পেটে
পোচ মারিলে তার পেটের ভুঁড়ি বের হয়ে পড়ে। কসবা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ছুরি সহ স্বামী আ:রহিমকে গ্রেফতার করেন পুলিশ। কসবা থানা অফিসার ইনচার্জ মো:রাজু আহাম্মদ ঘটনার সততা স্বীকার
করে বলে নিহত সালেহা বেগমের পরিবার এখনো অবিযোগ দিচ্ছে না তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাত মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ দিলে হত্যা মামলা রুজু করা হবে। স্বামী আটক রয়েছে বিধিমোতাবেক তাকে আদালতের মাধ্যমে জেলা খানায় পাঠানো করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন