কসবায় বড় ধরণের অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহণ,জাল ভোট দিতে গিয়ে ৩জনকে বিনাশ্রম কারাদন্ড

 কসবায় বড় ধরণের  অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ব্যাপক প্রচার প্রচারণী থাকার পরও ভোটারের উপস্থিতি কম ,দুই ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ৩জনকে বিনাশ্রম কারাদন্ড

তথ্যচিত্রে তানভীর আলমঢালী : কসবায় বড় ধরণের  অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ব্যাপক প্রচার প্রচারণী থাকার পরও ভোচারের উটস্থিতি কম ,দুই ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ৩জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন   ভ্রাম্যমাণ আদালত।
কসবা উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৩টি ভোট কেন্দ্র।ভোটার সংখ্যা  ২লাখ ৮১হাজার ৩শত ৬৬। তীব্র তাপদাহ থাকায় ভোটারের ্উপস্থিতি কম থাকলেও ভোটাররা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা সৃষ্টি হলেও বড় ধরণের কোনো অপ্রিতিকর ঘটনা ঘটে নাই বলে সংবাদ পাওয়া যায়। অপর দিকে  ৩৫নং আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও মেহারী ইউনিয়নের ১১ নং সেন্টারে জাল ভোট প্রদানের প্রচেষ্টায় ১ জনকে ৩(তিন) দিন,অপর ১ জনকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  প্রার্থীরা যে ভাবে প্রচর প্রচারণী করেছেন সেই ভাবে ভোটররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি বলে একাধিক সূত্রটি জানান।  ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে কেন্দ্রের বাহিরে কাপ পিরিচ ও চশমার ষ্টিকার ঝুলিয়ে সমর্থকরা দাড়িয়ে রয়েছে আর আনারস ও তালা প্রতিকের ষ্টিকার তেমন বেশি চোখে পড়েনি। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মতামতে কা
কসবা মহিলা মাদ্রাসায় ভোট দিচ্ছেন খ.ম.হারুনুর রশীদ ঢালী

পপিরচি ও চশমা প্রতির্ক  আনারস ও তালার প্রর্তিকের চেয়ে অধিকাংশ কেন্দ্রে এগিয়ে রয়েছে বলে জানা যায়। এক কথায় ভোট কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণ ভোট প্রদান করেছেন বলে স্ব স্ব প্রিজাইডিং অফিসাররা কসবা টিভিকে জানান। পরিশেষে ভোট গণনা শেষে কাপ পিরিচ ও চশমা প্রর্তিক বিজয়ের মুখ দেখবে বলে অনেক ভোটাররা জানান। কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটার দেখা গেলেও অধিকাংশ ভোট কেন্দ্রে উপস্থিতি  তেমন চোখে পড়ার মত ছিকিছু কিছু ভোট কেন্দ্রে ভোটার দেখা গেলেও অধিকাংশ ভোট কেন্দ্রে উপস্থিতি  তেমন চোখে পড়ার মত ছিল  আবার ভোটকেন্দ্রে প্রার্থীদের পোষ্টারে ছয়লাভ থাকলে ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়ার মত ছিল না। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ের হাসি কে  হাসবে তা দেখার বিষয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs