পুলিশের সহযোগিতায় ঢাকা-পাবনা মহাসড়কে শিক্ষার্থীদের গণমিছিল

 পুলিশের সহযোগিতায় ঢাকা-পাবনা মহাসড়কে শিক্ষার্থীদের গণমিছিল

নিউজ আপডেট ডেস্ক: ২ আগস্ট ২০২৪


কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শান্তিপূর্ণ এই গণমিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার ( আগস্ট) বাদ জুমা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


  সময় শিক্ষার্থীরা  ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘স্বৈরাচারীর গতিতে, আগুন লাগাও এক সাথেইত্যাদি স্লোগান দেন।


শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন পুলিশ, বিজিবি, ডিবি, ্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সময় পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন করতে দেখা গেছে। সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বিশ্ববিদ্যালয়ের সামনেই মিছিল করে চলে যান শিক্ষার্থীরা।


  বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে গেছেন। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছি। পরিস্থিতি এখন  শান্ত।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs