ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
নিউজ আপডেট ডেস্ক: ১ আগস্ট ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে জাতীয় শোক দিবস পালন ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
ধবার (৩১ জুলাই) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি শুরু হয় ৩১ জুলাই আলোক প্রজ্বলনের মাধ্যমে। এছাড়াও রয়েছে, ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং তার জীবন ও কর্মের ওপর উন্মুক্ত স্মৃতিচারণ ও আলোচনা। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৪৯তম শাহা ১৬ আগস্ট সব মাদ্রাসায় বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল। ১৭ আগস্ট ২০০৫ সালে জামায়াত-বিএনপির সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেশব্যাপী ‘সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশ’।
একটি মন্তব্য পোস্ট করুন