অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর ১৭৯ তম কাজ উপলক্ষে অসুস্থ রোগীর সহায়তা প্রদান

 অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর ১৭৯ তম কাজ উপলক্ষে অসুস্থ রোগীর সহায়তা প্রদান 

নিউজ আপডেট ডেস্ক:৮জুলাই ২০২৪


              অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর সভাপতি আশফাতুল হোসেন ভূইয়া এলমান 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে মানব সেবায় কাজ করে চলেছেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন।

সর্বদাই মানব কল্যাণে কাজ করে থাকেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল), প্রতিবারের মতো এই বার একটি দরিদ্র অসহায় রোগীর সহায়তা প্রদান করল এই সংগঠনদীর্ঘ ২০০০ সাল থেকে তাদের এই কাজ চলমান এবং ভবিষ্যতেও এমন মানবিক কাজ করবে বলে তাদের দাবি, উক্ত অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া


গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে লাখধন মিয়ার পেট পচে ছিদ্র হয়ে যায়সে তার পরিবারের প্রধান আয় উৎস ছিলেন পেশায় সে একজন নসিমন ড্রাইভার কিন্তু অসুস্থতার কারনে সে আর তার কাজ করতে পারে নাতার অসুস্থতার কথা শুনে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর সভাপতি আশফাতুল হোসেন ভূইয়া এলমান ছুটে যায় তাকে সহযোগিতা করতে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর সভাপতি আশফাতুল হোসেন ভূইয়া এলমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক  তসলিম মিয়া


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর সহ সভাপতি লোকমান হেকিমঅগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর সদস্য মাহাবুব সরকার, উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেনস্বাগত বক্তব্য রাখেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর সাধারণ সম্পাদক সজিব রানা। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs