আখাউড়া জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কারে মেয়র, ভিডিও কলে দেখলেন আইনমন্ত্রী

 আখাউড়া জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কারে মেয়র, ভিডিও কলে দেখলেন আইনমন্ত্রী

নিউজ আপডেট ডেস্ক:৬জুলাই ২০২৪


জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখল উচ্ছেদ পরিছন্নতা কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা। পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল নিজে খালে নেমে ময়লা পরিস্কার করার কাজে অংশ নেন। এসময় মেয়রের সাথে ২শ স্বেচ্ছাসেবক কাজে অংশনেন।

শনিবার ( জুলাই) সকাল সাড়ে টায় পৌর শহরের মসজিদ পাড়া এলাকার ফায়ার সার্ভিস স্টেশনে থেকে কার্যক্রম শুরু হয়। ফায়ার সার্ভিসের সামনে থেকে আখাউড়া- আগরতলা সড়ক পার হয়ে খালাজোড়া এলাকায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে সীমান্ত পার হয়ে আসা সাইনধারা নদীতে মিলিত হয়েছে। বর্তমানে খালটি খালাজোড়া এলাকায় সাইনধারা নদী পর্যন্ত জন দখলদার দখল করে খালের চিন্হ মুছে দিয়েছে।

খাল পরিস্কার কাজ দেখার জন্য ভিডিও কলে যুক্ত হয়ে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক খাল পরিস্কার কাজে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে এমন জনকল্যাণকর কাজে সবসময় যুক্ত থাকার আহ্বানও জানান মন্ত্রী। এসময় মেয়র মোঃ তাকজিল খলিফা মন্ত্রীকে খালদখলসহ বর্তমান অবস্থার কথা জানালে মন্ত্রী আগামী ১২ জুলাই সরেজমিনে এসে পরিদর্শনে এসে দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।


মসজিদ পাড়ার স্থানীয় বাসিন্দা মোঃ মুক্তার হোসেন, জুবায়ের আহমেদ আসিফুর রহমান সুমন বলেন, দীর্ঘদিন থেকে এই খালটি দখল দূষণে ভরাট হয়ে যাওয়া বৃষ্টি হলে আমরা জলাবদ্ধতার ভোগান্তিতে ছিলাম। আমাদের দাবি ছিলো খালটি পরিস্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা। আজকে পৌর মেয়র নিজে এসে খাল পরিস্কার কাজ শুরু করায় আমার অত্যান্ত আনন্দিত। আমাদের দাবি যত দ্রত সম্ভব খালটি দখল মুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করা হউক।


পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল বলেন, দখল দূষণে পৌরসভায় জলাবদ্ধতা নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল।


যেকোনো মূল্যে আমরা পৌর শহরের সকল খাল সচল করব। মাননীয় আইনমন্ত্রী মহোদয় নিজে এসে এগুলো দেখে যাবেন বলে জানিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল হক চৌধুরী ইমরান, এনামুল হক খাদেম, সংরক্ষিত নারী কাউন্সিলর মিলি, সড়ক বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক বাবুল পারভেজ প্রমূখ।

 

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs