আখাউড়া ভুইয়া রেস্ট হাউজে অসামাজিক ক্রিজে লিপ্ত থাকায় অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করে জেলহাজতে

 আখাউড়া ভুইয়া রেস্ট হাউজে অসামাজিক ক্রিজে লিপ্ত থাকায় অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করে জেলহাজতে 

নিউজ আপডেট ডেস্ক: ৬জুলাই ২০২৪



আখাউড়া থানায় নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা যোগদান করেই অপরাধ  ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালনে তিনি হংকার দিয়েছেন। তিনি আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ভিট পুলিশিং এর মাধ্যমে সভা করে মানুষকে আইনি সহায়তা প্রদানসহ শান্তি অল্পে পুলিশি সেবার কোনো বিকল্প নেই বলেছেন। গতকাল 



 গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে, আখাউড়া  সড়ক বাজারস্থ ভূইয়া রেস্ট হাউজের দোতলার কক্ষে কতেক মহিলা পুরুষ অসামাজিক কাজে লিপ্ত থাকার  অভিযোগ পাওয়া যায়। এতে এলাকার লোকজনদের শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও বিরক্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে। 


উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অত্র আখাউড়া থানার এসআই(নিরস্ত্র) মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-০৫/০৭/২০২৪ তারিখ, ১৫.০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন সড়ক বাজারস্থ ভূইয়া রেস্ট হাউজের দোতলার কক্ষে উপস্থিত হইয়া মোঃ জসিম উদ্দিন ভূইয়া(৪৩), পিতা-মৃত রেয়াছত আলী ভূইয়া, সাং-ছোট কুড়িপাইকা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া,  


আমেনা বেগম(৩৫), পিতা-মৃত রবি মিয়া, সাং-দুরুইন, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,মোঃ আবু হাছান(৪৮), পিতা-মৃত আবিদ আলী, সাং-বিজয়পুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্ল, জুঁই আক্তার(২০), পিতা-জয়নাল, সাং-বালুচর কদমতলী, থানা-সদর, জেলা-সিলেটদেরকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জন বিরক্তি করা কালে তাহাদেরকে আটক করা হয়। 

আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল পূর্বক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs