ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু
নিউজ আপডেট ডেস্ক:১জিুলাই ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্ত-কর্মচারীরা অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেছে। সোমবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির ঘাটুরাস্থ কার্যালয়ে এ উপলক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সমিতির এজিএম আব্দুল মজিদ, এজিএম রাশেদ ইসলাম মুরাদ, এজিএম নূর এ আলম প্রমুখ। বক্তারা বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে
গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে পাশাপাশি অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক / অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবিতে আজ থেকে অনির্দিষ্ট কালের কর্মববিরতি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রেখে দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন