বাংলাদেশ-ভারত সীমান্ত হাট চালু নিয়ে কসবার তারাপুরে মতবিনিময়
নিউজ আপডেট
ডেস্ক:২জুলাই ২০২৪
কসবা সীমান্তের কমলা সাগর দীঘির উত্তরপাড়ে তারাপুর এলাকায় ২০৩৯নং পিলার সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে দুদেশের যৌথ মালিকানায় সীমান্ত হাটের চালু বিষয় নিয়ে আজ ২জুলাই দুপরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাটটি চালু করার বিষয়ে দুদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সীমান্ত হাটে আলোচনায় বসেন এই মাসের ২৯ জুলাই হাট বসার সিন্ধান্ত হয় বলে জানান যায়।
বাংলাদেশের
পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা ।
ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত মুজুমদারসহ অন্যান্যরা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী.প্রমুখ। করোনার সময় এই হাটটি প্রায় ৪বছর বন্ধ ছিল।
এই সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার,সহকারী কমিশনার (ভূমি) মো:গোলাম সরওয়ার, কসবা থানা অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ, কসবা সীমান্ত বিজিবি অধিনায়কসহ প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, বাংলাদেশের ৬৯.৬৬ শতাংশ ও ভারতের ৬৯.৬৬ শতাংশ ভূমিতে ভারত সরকারের ২ কোটি ৪৪ লাখ রুপি ব্যয়ে ৫০টি দোকানঘর নির্মাণ করেন।
সীমান্ত হাট উপলক্ষে দুদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে আর্থিক ভিত্তি মজবুত হবে বলে দুদেশের সীমান্ত অধিবাসীরা মনে করছেন।
তানভীর আলম/ফারজোনা
রোবা
একটি মন্তব্য পোস্ট করুন