হেলিকপ্টারে চড়ে আসলেন কসবা সিমরাইল গ্রামের কৃতি সন্তান মামুন এখন সৌদি নাগরিককে সংবর্ধনা প্রদান

 হেলিকপ্টারে চড়ে আসলেন কসবা সিমরাইল গ্রামের কৃতি সন্তান  মামুন এখন সৌদি নাগরিককে সংবর্ধনা প্রদান

 তানভীর আলম ঢালী নিউজ ডেস্ক:

সৌদি নাগরিক মাহবুব আল হুদা মামুনকে ফুল সংবর্ধনা প্রদান-ছবি কসবা টিভি ও নিউচ আপডেট কসবা


বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট  শিল্পপতি হেলিকপ্টারে  চড়ে নিজ গ্রামের বাড়িতে এসেছেন সৌদি নাগরিক মাহবুব আল হুদা মামুন


আজ শনিবার ১৫ জুন বেলা ৪টায়  হেলিকপ্টারযোগে  শিমরাইল শান্তিনগর খেলার মাঠে পৌঁছান তিনি ।তিনি সৌদি নাগরিক পাওয়ায় গ্রামবাসী তাকে এক সংবর্ধনার আয়োজন করেন। মামুনের সাথে ঢাকা থেকে সফর সঙ্গি হয়েছেন 


খাড়েরা  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর  রহমান,কসবা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন ও জাকির হোসেন। এই সময় মেহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওলি মিয়া,জাকির হোসেন,মাসুদ ভুইয়া সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


গ্রামবাসী তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে  অভ্যর্থনা জানান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শিমরাইল শান্তি নগর খেলার মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে মাইক্রোবাসে করে নিজ বাড়িতে যান।


সরেজমিনে এলাকায় গিয়ে দেখা গেছে, সৌদি আরবের নাগরিককে দেখতে এলাকায় ভিড় করছেন শিশু-নারী-পুরুষসহ সব বয়সের লোকজন।  আমি সৌদিতে নাগরিক পেলেও এলাকার মানুষকে কোনো দিন ভুলব না।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs