১৪ জুন ২০২৪ পর্যন্ত রাশিফল জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না

 

১৪ জুন ২০২৪ পর্যন্ত রাশিফল
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

 নিউজ ডেস্ক

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ . গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে গৃহে পিতা-মাতা বয়োজ্যেষ্ঠদের কিছুটা সম্পর্ক থাকবে। সংসারে বা বাসগৃহে নতুন মানুষের আগমন ঘটবে। সপ্তাহের মাঝদিকে প্রকৃত প্রেম আসবে আর সে প্রেম সফল হবে। জীবনের সুকুমার বৃত্তি বিকাশে সহায়ক হবে। সামাজিক উৎসব আমোদ আহ্লাদে বেশ সক্রিয়ভাবে যোগ দেবেন। সপ্তাহের শেষদিকে কোনো কিছু নিয়ে বাড়বাড়ি না করে খুব সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য সম্পর্কে খুবিই সতর্ক হোন। সময় অসুস্থতার ইঙ্গিত দিচ্ছে।


বৃষ রাশি (২০ এপ্রিল২০ মে) সপ্তাহের শুরুতে হয়ত বেড়াতে যেতে পারেন বা আত্মীয় বা জ্ঞাতীদের সাথে সম্পর্কিত কোনো ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। অধ্যয়ন বা মননশীল কর্ম চর্চার জন্য ভালো সময়। সপ্তাহের মাঝ দিকে অবস্থা বা পরিবেশ এমন কিছু পরিবর্তন দেখা দেবে যা আগের পরিকল্পনার কিছুটা ওলটপালট করবে। আর্থিক সংকটে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। সপ্তাহের শেষদিকে জানতে পারবনে যে ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে।

মিথুন রাশি (২১ মে২০ জুন) সপ্তাহের শুরুতে ভালো অর্থ উপার্জন করতে পারেন। তবে সেটা হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। আর্থিক সাফল্য আসবে জনগনের প্রয়োজন এমন বস্তুর মাধ্যমে। সপ্তাহের মাঝদিকে বহু রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম হবে। বেগবতী উদ্যোমকে ঠিকমতো চালিত করবার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে বুদ্ধিগত বিষয় অধ্যয়ন। কামনা বাসনায় মন পূর্ণ থাকবে। সপ্তাহের শেষদিকে বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারবেন। পরিবারের সদস্যরা ইতিবাচক উপায়ে সাড়া দেওয়াতে উপকৃত হবেন। গার্হস্থ্য জীবনে বেশ আগ্রহ দেখা দেবে।


কর্কট রাশি (২১ জুন২২ জুলাই) সপ্তাহের শুরুতে প্রতিবন্ধকতা প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার জন্য আপনাকে কেবল আরও শক্তিশালী করবে। মনে প্রাণে সবার ওপরে থাকতে চাইবেন। নিজের যা কিছু করার তা নিজেই করবেন। সপ্তাহের মাঝদিকে ভ্রমণের সাহায্যে আর্থিক সাফল্য আসতে পারে। ভাগ্যের অনেক ওঠানাম চলবে। আপনার উচিৎ হচ্ছে দ্রুত ওঠানাম করে এমন কোনো ব্যবসা করা। সপ্তাহের শেষদিকে অধ্যয়ন অধ্যাপনায় বিশেষ সাফল্য লাভ। মন ভীষণ পরিবর্তনশীল কর্মচঞ্চল। ভাই বোন সংক্রান্ত কোনো ভূমিকা গ্রহণ করতে পারেন। সিংহ রাশি (২৩ জুলাই২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে আয় ব্যয়ের মধ্যে সমতা রেখে চলুন। অপব্যয়ী স্বভাব পরিবারে সমালোচিত হতে পারে। অনেক গোপনীয় ঘটনা ঘটতে পারে। সপ্তাহের মাঝদিকে উচ্চাকাঙ্ক্ষা, উন্নতকামী, মৌলিক আবিষ্কারের প্রবণতা থাকবে। নিজের চেষ্টায় সংকট মোচন আত্মবিশ্বাস বৃদ্ধি। পরিবর্তন, নতুনত্ব রোমান্সের মধ্যে আনন্দ প্রাপ্তি। প্রেমের ব্যাপারে স্থায়িত্বের অভাব। সপ্তাহের শেষদিকে খুব বেশি কৌতুহল বোধ করতে পারেন। জনসংযোগ প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। কোনো ব্যবসায়ীক বা আইনি কাগজপত্রে ভালোভাবে না পড়ে সই করবেন না। যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে।



কন্যা রাশি (২৩ অগাস্ট২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরতে সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারেন। মেইল বক্সে আমন্ত্রণে পূর্ণ হবে আর আপনাকে অনুষ্ঠানে ঘরে বেড়াতে দেখা যাবে। ধৈর্য্য সহকারে কাজ করলে সাফল্য অবশ্যই আসবে। সপ্তাহের মাঝদিকে নিজের ব্যক্তিগত কথা অপরের কাছে প্রকাশ করলে ক্ষতি হতে পারে। আয় অপেক্ষা ব্যয়ের চাপ বৃদ্ধি পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। সপ্তাহের শেষদিকে সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মনের শক্তি, ধৈর্য্য সহিষ্ণুতা কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য অনুকূল হতে পারে। আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে প্রশাসনিক দপ্তরে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নততির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনাকে ঘিরে জটিলতা সৃষ্টি হলেও সাফল্য সুনিশ্চিত। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মাঝদিকে প্রেম অপরিমিত সীমাহীন- সেটা উপলব্ধি করতে সক্ষম হবেন। এমন সব জায়গায় সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। সপ্তাহের শেষদিকে নিজের ভুলের জন্য কাজকর্মের ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক অবস্থা খারাপ হতে পারে বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আশীর্বাদ সৌভাগ্য পথে আসায় অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সপ্তাহের মাঝদিকে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। কর্মক্ষেত্রে একসাথে বিবিধ দায়িত্ব পালনে সফল হওয়ার কারণে পদোন্নতির সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে প্রেম আনন্দদায়ক উত্তেজনাপূর্ণ হতে পারে। সমাজ সেবামূলক কাজে যোগদান করে মানসিক শান্তি পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে অস্থিরতার অনুভূতি আপনাকে বলহীন করতে পারে। এর হাত থেকে বাঁচার জন্য লম্বা পায়চারী করুন। আর সতেজ বাতাসে শ্বাস নিন। যতটা সম্ভব ইতিবাচক মনোভাব গ্রহণ করুন। সপ্তাহের মাঝদিকে ধর্মকর্মে আকর্ষণ বৃদ্ধি। দূর ভ্রমণে শুভ যোগাযোগ ঘটতে পারে। সফর করা নতুন স্থান দেখাবে আর গুরুত্বপূর্ণ মানুষের সাথে সাক্ষাৎ করাবে। সপ্তাহের শেষদিকে আইটি পেশাদাররা তাদের সাহস প্রমান করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে কারও সঙ্গে মন লাগাবেন না। তাহলে বদনাম হতে পারে।

 

মকর রাশি (২২ ডিসেম্বর১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কারও একটি জীবন আপনার জীবনের সাথে মিশে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের উন্নতি হতে পারে। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মাঝদিকে অনেক সমস্যার মুখোমুখি আপনাকে আতঙ্কিত করে তুলতে পারে। চেষ্টা চালিয়ে যেতে হবে, জয় হবেই। সপ্তাহের শেষদিকে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা অপ্রত্যাশিত ফলাফল পাবেন বলে আশা করা হচ্ছে। যদি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য সংরক্ষেণের অভ্যাস অত্যন্ত জরুরি।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে হতাশা স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে। অতীতের ঘটনা সম্পর্কে চিন্তা করতে পারেন। তাই নিজেকে যতটা সম্ভব শিথিল রাখার চেষ্টা করুন। কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে। সপ্তাহের মাঝদিকে বুঝতে পারবেন বিবাহিত জীবন সময়ের আগে এত রঙিন ছিল না। ব্যবসায়ে একটা অনুকূল সময় হবে আর লাভ বাড়ানোর জন্য বিশেষ ধারণাগুলো নিয়ে ঠিকভাবে এগিয়ে যেতে পারেন। সপ্তাহের শেষ দিকে বুঝতে হবে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর আর কিছু মারাত্মক ভুল করতে বাধ্য করতে পারে। প্রবীণদের ছোটখাট দুর্ঘটনার থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ) সপ্তাহের কাজকর্ম ক্লান্তিকর চাপপূর্ণ হবে। তবে বন্ধুবান্ধবদের সঙ্গ হালকা খুশির মেজাজে রাখবে। কোনো পুরানো বন্ধুর ফোন পেয়ে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। চোখ কখনও মিথ্যে বলে না। সঙ্গীর চোখের বিশেষ কিছু সময় আপনাকে কিছু বলবে। সপ্তাহের শেষদিকে মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা উজ্জ্বল দিকটা দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে। বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে মন খারাপ হতে পারে। ….বিস্তারিত

সূত্র: বিডিনিউজ

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs