বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সংসদীয় দলের শ্রদ্ধা

 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সংসদীয় দলের শ্রদ্ধা

নিউজ আপডেট ডেস্ক: ২৩ জুন ২০২৪


জাতীয় সংসদের চিফ হুইপ এবং আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপির নেতৃত্বে আওয়ামী লীগ সংসদীয় দল, দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।



রোববার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদীয় দলের নেতারা।পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ নজরুল ইসলাম বাবু, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) বি তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি , বি, এম ফজলে করিম চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান।


আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সাদিক, ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য মো. নাঈমুজ্জামান ভূইয়াঁ, শাহদাব আকবর, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, কোহেলী কুদ্দুস, নাজমা আকতার, আশ্রাফুন নেছা, ফরিদা ইয়াসমিন, শেখ আনার কলি পুতুল।


 প্রসঙ্গত, ১৯৪৯ সালের এদিনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। যা পরবর্তীতে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs