তিতাস পাড়ের সম্প্রীতির আলোকিত গণপাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

 তিতাস পাড়ের সম্প্রীতির আলোকিত গণপাঠাগারের উদ্যোগে  শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

নিউজ আপডেট ডেস্ক:২২ জুন ২০২৪

কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:সফিকুল ইসলাম প্রধান অতিথি-ছবি-নিউজ আপডেট

তিতাস পাড়ের সম্প্রীতির আলোকিত গণপাঠাগার কতৃক আয়োজিত এসএসসি সমমান জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সংবর্ধনা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান -২০২৪ইং।পাশাপাশি   পাঠাগারের  স্বেচ্ছাসেবীদেরকে পুরস্কৃত করা হয়। তিতাস পাড়ে গণপাঠাগার প্রাঙ্গন, ময়দাগঞ্জ বাজার, কসবায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিঃ ছিলেন কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান  শফিকুল ইসলাম শফিক । প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার কামরুজ্জামান। 

 বিশেষ অতিথিঃ বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব সফিউল্লাহ সুমন, সভাপতি নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি,বিশিষ্ট  সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আহসান উল্লাহ,  এজিএম ঢাকা গ্রুপ। বিশেষ আলোচক ছিলেন   শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মুলগ্রাম উচ্চ বিদ্যালয় , আজহারুল ইসলাম আলমাস, প্রভাষক কসবা মহিলা বিশ্ববিদ্যালয়।



 আমন্ত্রিত অতিথি বৃন্দ ছিলেন বিশিষ্ট দানবীর  হাজী  দুলাল আহমেদ,প্রবাসী সৌদি আরব, কবির হোসেন,সিনিয়র শিক্ষক নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় , মোঃ হোসেন, সহকারী শিক্ষক নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা , ইঞ্জিনিয়ার জালাল আহমেদ, নোয়াগাঁও, আসাদ নূর, উপস্থিছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। সভাপতিঃ হেবজুল বারী মাষ্টার, ময়দাগঞ্জ সহ সভাপতিঃ জনাব রমজান আলী, শিক্ষক বার আউলিয়া আলিম মাদ্রাসা। অনুষ্ঠান সঞ্চালনায়ঃ মাইনুদ্দিন গোলাম রাব্বি, সমন্বয়ক অত্র পাঠাগার।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  আল ইমরান হাছান,রাকিবুল হাছান শারপিন, হাফেজ আতিকুল্লাহ,আক্কাছ মুন্সি, রাজিব মিয়া, রাসেল আহমেদ

 সার্বিক সহযোগিতায় ছিলেন  জহির মাহাজন, মাসুম মাহাজন,  ইউসুফ মাহাজন, সোহেল রানা, কুদ্দছ মাহাজন, মোঃ আলাল, রাসেল মিয়া এলাকবাসী। আয়োজনেঃ তিতাস পাড়ের সম্প্রীতির আলোকিত গণ পাঠাগার পরিবার।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs