কুমিল্লায় ফ্ল্যাটে মিলল চীনের নাগরিকের লাশ

 

কুমিল্লায় ফ্ল্যাটে মিলল চীনের নাগরিকের লাশ

শান কুমিল্লা ইপিজেডে পি ওয়াই গার্মেন্টসে চাকরি করতেন।

নিউজ আপডেট ডেস্ক ৩০ জুন ২০২৪


    শান হুয়ানমেই।

কুমিল্লায় একটি ভবনের ফ্ল্যাট থেকে এক নারী চীনের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার সকাল ৯টার দিকে নগরীর আশ্রাফপুরের নোয়াগাঁও চৌমুহনী এলাকার লাশটি পাওয়া যায় বলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড ফাঁড়ির পরিদর্শক কবির হোসেন জানান।



 নিহত শান হুয়ানমেই (৫২) একজন চীনের নাগরিক। তিনি কুমিল্লা ইপিজেডে পি ওয়াই গার্মেন্টসে চাকরি করতেন।

স্থানীয়দের বরাতে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ কবির বলেন, ওই ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে থাকতেন শান। সকাল সাড়ে ৮টার দিকে তার সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য তাকে ডাক দিলে দরজা বন্ধ দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।



 কবির বলেন, “লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী চীন থেকে রওনা দিয়েছেন, তিনি আসার পর সিদ্ধান্ত হবে লাশ কোথায় পাঠানো হবে।

 


স্ট্রোক করে ওই চীনের নাগরিকের মৃত্যু হতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs