বাজেটে জনগণের জন্য কিছু নেই, লুটের পরিকল্পনা করা হয়েছে : ফখরুল

 

বাজেটে জনগণের জন্য কিছু নেই, লুটের পরিকল্পনা করা হয়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আবার লুটের পরিকল্পনা করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য এই বাজেট। সবকিছুর দাম আবার বাড়বে।


বৃহস্পতিবার ( জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যেসব জায়গায় আয় দেখানো হচ্ছে, এতে সব বোঝা সাধারণ মানুষের ওপর গিয়ে পড়বে। প্রস্তাবিত বাজেটকে ‘লুটের বাজেট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার তো লুটেরা হয়ে গেছে। তাদের বাজেট তো হবে লুট করার জন্য। তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। সাধারণ মানুষের ওপর সব বোঝা চাপাবে। ব্যাংক ও বিদেশিদের থেকে ঋণ আরও বাড়বে।

বাজেটের সঙ্গে সবকিছুর দাম আবার বাড়বে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে চুরির বিষয়টি সবাই জানে।

বিএনপি মহাসচিব বলেন, মানুষ তো আর পারছে না। নতুন করে কর্মসংস্থানের সুযোগ নেই। পুরো বাজেট বাংলাদেশবিরোধী বাজেট। জনগণের জন্য কিছু নেই।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs