নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের বগি ঢুকে গেল বিএডিসির সীমানা প্রাচীরে

 নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের বগি ঢুকে গেল বিএডিসির সীমানা প্রাচীরে

নিউজ আপডেট  ডেস্ক: ২৫জুন ২০২৪



পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ওয়াশ ফিডে প্রবেশ করানোর সময় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। লাইনচ্যুত বগিটি বাংলাদেশ অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (বিএডিসি) সীমানা প্রাচীর ভেদ করায় একটি অংশ ভেঙে গেছে।



সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশশিটে নেওয়ার সময় এসি ৭১১৫ নম্বরের বগিটি লাইনচ্যুত হলে কোচটির চারটি চাকা লাইনচ্যুত হয়ে মাটিতে দেবে যায়। ট্রেনের ওই কোচটি বিদ্যুৎ পরীক্ষার জন্য ওয়াশ ফিডে নেওয়া হয়েছিল বলে জানা জানা যায়।



স্টেশন মাস্টার গ্রেড ফোর নিরঞ্জন রায় সাংবাদিকদের জানান, ইলেক্ট্রিক পরীক্ষাসহ ৭১১৫ নম্বরের একটি ট্রেনের অতিরিক্ত খালি বগি ওয়াশের জন্য ৭০৬ নম্বর রেকে নেওয়া হচ্ছিল। 



ওই সময় দ্রুতগতির কারণে কোচটির নিয়ন্ত্রণ হারালে প্রথমে রেললাইনের বাফার ভেঙে পরে দেওয়াল ভেঙে বিএডিসি অফিস এলাকায় তা ঢুকে পড়ে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাশে থাকা বিএডিসির সীমানা প্রাচীরের একটি অংশ কিছুটা ভেঙে যায়। তবে স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।



তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এনে কোচটি উদ্ধার করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs