ঈদের পর ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

 ঈদের পর ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

নিউজ ডেস্ক, ২০২৪


কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর অফিস কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে আগের মতোই শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদুল আজহার ছুটির পর ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন অফিস কার্যক্রম চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে রোববার সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।


ডিওএস পরিচালক মাসুমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

আর অফিস কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে আগের মতোই শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।


বর্তমানে ব্যাংকগুলোতে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটির পর ১৯ জুন থেকে সরকারি অফিসও নতুন সময়সূচিতে চলবে। ওইদিন থেকে আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


জুন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর জুন বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs