কানাডাকে হারিয়ে ভারত–পাকিস্তানকে হুমকি যুক্তরাষ্ট্রের

 

কানাডাকে হারিয়ে ভারতপাকিস্তানকে হুমকি যুক্তরাষ্ট্রের

 নিউজ স্পোর্টস ডেস্ক


কানাডাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্র। তারপরও পরের পর্বে যাওয়ার পথটা তাদের জন্য অনেক কঠিন। কারণ পরের তিন ম্যাচ খেলতে হবে ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ডের মতো দললের বিপক্ষে। অবশ্য প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবতে চান না মোনাক প্যাটেল। শক্তিমত্তা বিবেচনায় ভারত-পাকিস্তান যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে। তবে মাঠের ক্রিকেটে প্রতিপক্ষ যেই হোক ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান মোনাক। তিনি বলেন, 'যেভাবে খেলেছি, সেভাবে খেলে যেতে চাই। পাকিস্তান বা ভারত, কোনো দলের বিপক্ষেই ভয়ডরহীন ক্রিকেট থেকে সরতে চাই না।'

১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে ৪৮ রান তোলে যুক্তরাষ্ট্র। তখন জয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ৭২ বলে ১৪৭ রান। এরপর জোন্স গুসের ৫৮ বলে ১৩১ রানের রেকর্ড জুটিতে জয় পায় যুক্তরাষ্ট্র। এ দুজনকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় পুরো দলই ভালো খেলেছে। গুস জোন্স চাপ সামলে কানাডার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে। বল করার পরই বুঝেছি, বল ভালোভাবে ব্যাটে আসছিল। এই উইকেটেও আমরা ভালো বোলিং করেছি, যদিও ১০-১৫ রান অতিরিক্ত দিয়েছি। আমরা সব সময়ই জানতাম, জোন্সের মধ্যে এমন খেলার সামর্থ্য আছে। ভয়ডরহীন ক্রিকেট খেলেছে, নিজের শটে বিশ্বাস রেখেছে।

মাঠে অনেক দর্শক দেখে ভালো লাগছে। আশা করি, তারা আমাদের সমর্থন দিয়ে যাবে।’-যোগ করেন তিনি।…বিস্তারিত।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs