বিশ্বকাপ না জিতলে রোহিত সাগরে ঝাঁপ দেবে : সৌরভ
নিউজ আপডেট স্পোর্টস ডেস্ক: ২৯ জুন ২০২৪
বিরাট কোহলি
অধিনায়কত্ব ছাড়ার পর ভারতের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। সে সময় বিসিসিআই
সভাপতির দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। পরে তিনি জানিয়েছেন, প্রথমে রোহিত দায়িত্ব
নিতে খুব একটা রাজি ছিলেন না। দীর্ঘক্ষণ বোঝাতে হয়েছিল।
সেই রোহিতের ক্যাপ্টেন্সিতে গত সাত মাসে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত। আবার সেটাও কোনো ম্যাচ না হেরেই। নেতা রোহিতের এমন সাফল্য তৃপ্তি দিচ্ছে সৌরভকে। তিনি শতভাগ নিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত জিতবে।
কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘রোহিতের জন্য আমি খুব খুশি। জীবন একটা বৃত্তের মতো। ছয় মাস আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিল না রোহিত। সেই লোকটার ক্যাপ্টেন্সিতে ভারত বিশ্বকাপ ফাইনাল খেলছে। সেটাও একটা ম্যাচে না হেরে। দুটো বিশ্বকাপ ফাইনাল খেলছে রোহিত। দুটো বিশ্বকাপেই ফাইনালে ওঠা পর্যন্ত একটা ম্যাচে হারেনি। সেটাই বলে দিচ্ছে টিমকে ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটা। ওকে অধিনায়ক করার ক্ষেত্রে প্রচুর সময় লেগেছিল। কারণ বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর আমরা রোহিতকে অধিনায়কের দায়িত্ব দিতে চেয়েছিলাম। তবে ও খুব একটা রাজি ছিল না। ওকে বোঝাতে আমাদের সময় লেগেছিল। ওর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটা দেখে খুশি আমি।’
ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠার পর রোহিতের অশ্রুভেজা চোখের ছবি দ্রুতই ভাইরাল হয়। বোঝাই যাচ্ছিল কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। গেল বছর ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে হারটা রোহিতকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। সৌরভ অবশ্য মনে করেন ওই বিশ্বকাপ ভারতের জেতা উচিত ছিল। মজা করে বলেন, ‘রোহিত যদি ছয়-সাত মাসে দুটো ফাইনালে হারে, তাহলে আমার মনে হলো বার্বাডোজের সাগরে গিয়ে ঝাঁপ দেবে।’
তবে সৌরভ মোটামুটি নিশ্চিত যে এবারের ফাইনাল ভারত জিতবে। বলছিলেন ‘ওয়ানডে বিশ্বকাপে সেরা টিম ছিল ভারতের। অস্ট্রেলিয়ার থেকেও ভালো ক্রিকেট ভারত খেলছিল। সেটা পুরো টুর্নামেন্টজুড়ে। একটা খারাপ দিন গিয়েছিল শুধু টিমটার। আমার মনে হয় না রোহিত ছয়-সাত মাসের মধ্যে দুটো বিশ্বকাপ ফাইনাল হারবে,’
বিশ্বকাপে
এখনও পর্যন্ত বিরাট কোহলি কোনো ম্যাচেই বড়
রান পাননি। অনেকেই তাকে দিয়ে ওপেন করানোর ক্ষেত্রে সহমত পোষণ করতে পারছেন না। বিশ্বকাপে ব্যর্থতার পর
আরও বেশি করে বলাবলি চলছে। সৌরভ অবশ্য মনে করেন
যে কোহলিকে দিয়ে ওপেন করানোই উচিত। একইসঙ্গে আশা করছেন যে ফাইনাল কোহলির
ব্যাট থেকে বড় ইনিংস আসবে।
সৌরভ বলেন, ‘বিরাটকে দিয়ে ওপেন করিয়ে যাওয়াই উচিত। সাত মাস আগে বিশ্বকাপে ছেলেটা ৭০০ রান করেছে। বিরাটও মানুষ। কখনও কখনও ও ব্যর্থ হতে পারে। দেখুন কোহলি, টেন্ডুলকার, দ্রাবিড়–এরা ভারতীয় ক্রিকেটে এক-একটা প্রতিষ্ঠান। তিন-চারটে ম্যাচ খারাপ যাওয়া মানে কেউ খারাপ ক্রিকেটার হয়ে যেতে পারে না। বিশ্বকাপটা ওর ভালো যাচ্ছে না ঠিকই। কিন্তু ফাইনালে বড় রান আসতেই পারে।’
একটি মন্তব্য পোস্ট করুন