কসবায় বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভুইয়া রঙ্গু দারোগার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

 কসবায় বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভুইয়া রঙ্গু দারোগার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

নিউজ আপডেট ডেস্ক:৩০জুন ২০২৪


কসবায় বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভুইয় রঙ্গু দারোগার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে (৩০জুন)  কসবা ষ্টেশন স্পাইসি হোটেলে  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক বর্তমান সদস্য বীর মুক্তিযোদ্ধা নিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল সকল বীর মুক্তিযোদ্ধাদের এক মিলনমেলা।


 পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক সদস্যরা সমবেত হয়েছে। প্রাণের উচ্ছাসে, আনন্দ, উল্লাসে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মিলনমেলায় পরিনত হয়েছিল। উপজেলা মুক্তিযোদ্ধা ঈদ পুণর্মিলনী উদযাপন অনুষ্ঠানটি সভাপত্বিত করেন ১৯৫৪ সালের আওয়ামী লীগের কসবা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী আব্দুল জব্বার এর সন্তান বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আব্দু রৌফ ফিরোজ।  



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা জেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনিসুল হক ভুইয়া। ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানটির আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম রংগু দারোগা। 



অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গিয়াস উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা অলেক ভুইয়া,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,বীর মুক্তিযোদ্ধা রঙ্গু মিয়া,আলী আরশাদ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন,বীরমুক্তিযোদ্ধা শাহ জাহান প্রমুখ।



এতে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহন করে। মিলনমেলায় উপস্থিত অনেক মুক্তিযোদ্ধাগণ জানান, মুক্তিযুদ্ধের দীর্ঘদিন পর সহযোদ্ধাদের কাছে পেয়ে খুবই ভালো লাগছে। একই সাথে আগামী কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে উপজেলা কমান্ডার হিসেবে বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভুইয়া রঙ্গু দারোকে দেখতে চাই। ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভুইয়া রগু দারোগা।

তানভীর আলম/ফারজানা রোবা

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs