আজহার ঈদে মাঠ কাঁপাতে আসছে ২০ মণের ‘কাজল বাবু’

 

আজহার ঈদে মাঠ কাঁপাতে আসছে ২০ মণেরকাজল বাবু

নিউজ ডেস্ক


ঈদুল আজহার আর মাত্র কিছু দিন বাকি। গরুর খামারিদের যেন দম ফেলানোর সময় নেই। সবাই ব্যস্ত তাদের খামারের গরুগুলোকে বিভিন্ন নামে বাজারে প্রদর্শনের জন্য। ক্রেতাদের আকর্ষণ করতে খামারিরা তাদের সেরা গরুগুলোকে বিভিন্ন নাম রাখছেন। খান বাহাদুর, রাজাবাবু, জায়েদ খাঁন, বসসহ বিভিন্ন নায়কের নাম রাখছেন।


ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম তার গরুর নাম রেখেছেনকাজল বাবু

জানা যায়, নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম সাড়ে তিন বছর ধরে এই ষাড় গরুটি লালন-পালন করে বড় করে তুলেছেন। বছর এই কাজল বাবুকে ঈদুল আজহায় বিক্রি করা হবে। কাজল বাবুকে এখনও কোনো বাজারে তোলা হয়নি।


কাজল বাবুকে দেখতে সফিকুল ইসলামের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কৃষক গরুটির দাম হাকিয়েছেন সাড়ে লাখ টাকা। ওজন প্রায় ১৯ থেকে ২০ মণ হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs