ব্যাংকের লকার থেকে গ্রাহকের ১৫০ ভরি সোনা গায়েব
নিজস্ব
প্রতিবেদক
২ জুন ২০২৪, ০৬:২৫
চট্টগ্রামের
চকবাজার শাখার ইসলামী ব্যাংকের লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার ঘটনা ঘটেছে।
গত বুধবার (২৯ মে) এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল শনিবার। লকার থেকে গায়েব
হওয়া সোনার দাম প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ
জানায়, লকার থেকে গায়েব হওয়া ১৫০ ভরি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৬০ ভরি ওজনের
৪০ পিস হাতের চুড়ি (বড় সাইজ), ২৫
ভরি ওজনের গলা ও কানের ৪
জোড়া সেট, ১০ ভরি ওজনের
একটি গলার সেট, ২৮ ভরি ওজনের
৭টি গলার চেইন, ১৫ ভরি ওজনের
৪টি আংটি ও ১১ ভরি
ওজনের ৩০ জোড়া কানের
দুল।
লকার
থেকে সোনা গায়েবের বিষয়টি পুলিশের কাছে ব্যাংক কর্তৃপক্ষ স্বীকার করেছে বলে জানান ওসি ওয়ালী উদ্দিন আকবর।
লকার থেকে
১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ইসলামী ব্যাংক চকবাজার শাখার
ব্যবস্থাপক শফিকুল মওলা মন্তব্য করতে রাজি হননি।--বিস্তারিত
একটি মন্তব্য পোস্ট করুন