ব্রাহ্মণবাড়িয়ায়৷ সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 ব্রাহ্মণবাড়িয়ায়৷ সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,



নৈতিক শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায় আর মানবিক মূল্যবোধ রক্ষায় ভালোকে বেছে নিতে হবে -এমন অভিমত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে  গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহ আফতাব উদ্দীন আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত মনুষ্যত্ব বিকাশে শিক্ষা ও নৈতিকতা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
 সরাইল প্রেস ক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দীন, সরাইল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, সাংবাদিক সৈয়দ ঋয়াদ, ধীরেশ চন্দ্র দাস, আজিজ আহমদ, আবু সাদেক, মোহাম্মদ হাবিবুল হক, হাবিব সরদার, আবু মুহাম্মদ, আব্দুল ওদুদ, আব্দুল মালেক, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান।
 প্রয়াত শিক্ষক আফতাব উদ্দীন আহমদের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা তার স্মরণে শাহবাজপুর হাই স্কুলে লাইব্রেরি কিংবা কোন ভবনের নামকরণের দাবি জানান। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাররফ হোসেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs