কসবা থানা পুলিশ ৬কেজি গাজাঁসহ আসামী আটক
তানভীর আলম ঢালীি ডেস্ক রিপোর্ট :
তানভীর আলম ঢালীি ডেস্ক রিপোর্ট :
কসবা থানাধীন বিনাউটি ইউপিস্থ আদ্রা সাকিনস্থ কসবা টু সৈয়দাবাদ রাস্তার আদ্রারা রাস্তার মাথায় ৬ কেজি গাঁজা ও একজন আসামী গ্রেফতার।
গত ১৪/০৫/২৪খ্রি. এসআই/ মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীণ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কসবা থানাধীন বিনাউটি ইউপিস্থ আদ্রা সাকিনস্থ কসবা টু সৈয়দাবাদ রাস্তার আদ্রারা রাস্তার মাথায় একজন লোক মাদকদ্রব্য গাঁজা সহ গাড়ীর জন্য অপেক্ষা করিতেছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হইতে মামলার বাদী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল হইতে ধৃত আসামী ধৃত আসামী নুরজাহান সুমি (৩২), পিতা- জয়নাল আবেদীন, স্বামী- কামরুল ইসলাম, সাং- লালমাই (ত্রিপুরা বাড়ী), থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা এর হেফাজত হইতে খাকি রংয়ের স্টেপদ্বারা ০২টি পুটলায় মোড়ানো ০৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ১৪/০৫/২০২৪খ্রি. রাত ২১.৪০ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। কসবা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে
একটি মন্তব্য পোস্ট করুন